দাড়ি হল
মানুষের দেহের এমন একটি অঙ্গ যা মুখমণ্ডলে অবস্থান করে। ইসলামে দাড়ি
রাখা হুজুর (সল্লাল্লাহু
আলাইহিসসালাম) এর সুন্নত।
ইবনে উমর
(রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু
আলাইহিসসালাম) এরশাদ করেছেনঃ তোমরা গোঁফ বেশি
ছোট করবে এবং দাড়ি বড় রাখবে। [৫৪৭৩; বুখারি]
অন্য এক
হাদিসে ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহিসসালাম) এরশাদ করেছেনঃ তোমরা মুশরিকদের বিপরীত করবেঃ দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট
করবে। [৫৪৭২;বুখারি]
এবং এই অবস্থাটাই
আমাদের জন্য বেশি উপকারি যা আমরা এখন পালন করতে দ্বিধাবোধ করি এবং পালন না করার
পক্ষে অনেক অহেতুক যুক্তি দাড় করাই
যা সম্পূর্ণ ইসলামের পরিপন্থি। বরং বর্তমান আধুনিক যুগে, ১৫০০ বছরের পুরনো ইসলামের
আহকামই বিজ্ঞানের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।