আমার সম্পর্কে



আমি মুহাম্মাদ ওমর ফারুক। বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি। এখন প্রায় অনেক মানুষকেই বলতে শুনা যায় ইসলাম পুরনো ধর্ম, ইসলামের অনেক নিয়ম ও হযরত মুহাম্মাদ (সল্লাল্লাহুআলাইহিসসালাম) এর সুন্নত(নিয়ম) অকার্যকর ও অনুপযোগীকিন্ত ইসলামের প্রতিটা আহকামই মানুষের জন্য উপকার সরূপ যা আমাদের জ্ঞানের বাইরে, কিন্তু আমরা ইসলামিক জ্ঞান সম্পর্কে সুষ্ঠু ধারণা না থাকার দরুন এমন কিছু বলে ফেলি যা আমদের মুসলমানিত্ত এবং ইসলামেরই পরিপন্থি। বরং বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এই রকম কিছু ঘটনা আবিষ্কার বা উদ্ভাবন হচ্ছে যা কুরআন ও হাদিসে প্রায় ১৫০০ বছর আগেই চলে আসছে এবং মানুষের প্রাত্তাহিক জীবনে উপকার পৌছাচ্ছে ও মুসলমান হিসেবে আমরা এর দ্বারা আখেরাতের অনন্ত সময়ের জন্য পুরুস্কারও পাচ্ছি।
সেই পরিপ্রেক্ষিতে ইসলাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য এই সাইটি খুললাম। বিশেষত আমি এখানে ইসলামের আলোকে বিজ্ঞানকে ফুটিয়ে তুলার চেষ্টা করব এবং যথাসম্ভব প্রসঙ্গ উল্লেখ করার চেষ্টা করব।
যে কোন লেখাতেই কোন প্রকার অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধনের জন্য আমাকে মেইল করবেন।

মোঃ ওমর ফারুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন